ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নানা কর্মসূচি জানাচ্ছেন। শনিবার ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও প্রচারণা মূলত হল কেন্দ্রিকভাবে চলে। দিন শুরুতে হাজী মুহম্মদ মহসিন হলে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান উপস্থিত হয়ে বক্তব্য দেন। তিনি বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ভুলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নারী বা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে গণ্য করা হবে আমাদের লক্ষ্য। নারী হেনস্তা রোধে নির্বাচিত হলে বিশেষ সেলও গঠন করা হবে। আরো পড়ুন :জুলাই আন্দোলনে আহত আবিদুরের হাতে এখনও ভাঙা হাড়, লড়ছেন জাকসুতে অন্যদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা হলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা...