নিজস্ব প্রতিবেদক : বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির ভিশন ২০৪০-এর লক্ষ্যপূরণে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে ওমান চায় বেসরকারি খাতকে আরও শক্তিশালী করতে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে। সম্প্রতি সালালা শহরে অনুষ্ঠিত ‘টেকসই ব্যবসায়ী পরিবেশ’ বিষয়ক ফোরামে ওমান সরকার এই গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেয়। কর্মকর্তারা বলেন, এর মাধ্যমে চাকরির বাজার সম্প্রসারণ, দক্ষতা বিনিময় এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়ন সম্ভব হবে। এই স্কিমের অধীনে আবেদনকারীরা ৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার সমমূল্যের বিনিয়োগের মাধ্যমে স্ত্রী, সন্তান ও নিকটাত্মীয়দের নিয়ে নবায়নযোগ্য ১০ বছর মেয়াদি আবাসিক ভিসা নিতে পারবেন। আবেদনকারীর পরিবারের সদস্যসংখ্যা বা বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। ওমানের গোল্ডেন ভিসা দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: ▸ এমন কোম্পানি গঠন করলে...