লাতিন আমেরিকার মাদকচক্র মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এর অংশ হিসেবে কারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে যুদ্ধজাহাজ। পাশাপাশি পুয়ের্তো রিকোতে মোতায়েন হয়েছে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান। গত সপ্তাহে ভেনেজুয়েলা থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা ধ্বংস করার ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেখানে ১১ জন নিহত হয়েছে এবং নৌকাটি ট্রেন দে আরাগুয়া গ্যাং পরিচালনা করছিল। তিনি ভেনিজুয়েলাকে ‘খুবই খারাপ ভূমিকায় থাকা রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, স্থল অভিযান চালানোর কোনও পরিকল্পনা নেই। নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল ড্যারিল কডল বলেন, মাদকচক্রবিরোধী অভিযানের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌবহর কাজ করবে। তিনি বিস্তারিত জানাননি। অনেক তথ্য গোপন রাখা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বর্তমানে অঞ্চলে রয়েছে দুটি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। এগুলো...