আজ রোববার ৭ সেপ্টেম্বর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। চাইলেই আপনি এই দৃশ্য উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে বিরল এই মুহূর্ত ফ্রেমবন্দি করতে পারবেন। তা-ও আবার নিজের স্মার্টফোনে। এজন্য আপনাকে অবশ্য কয়েকটি টিপস মানতে হবে। তাহলেই স্মার্টফোনেই চন্দ্রগ্রহণের স্পষ্ট ও দারুণ কিছু ছবি তুলতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে স্মার্টফোন দিয়েই চন্দ্রগ্রহণের ছবি তুলবেন- >> চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য ক্যামেরায় লম্বা ফোকাল লেন্থ দরকার হবে। অর্থাৎ যে ক্যামেরায় যত বেশি জুম থাকবে সেই ক্যামেরা দিয়ে তত ভালো চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন। ডিএসএলআর...