পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘ডন’। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির খার তেহসিল কাউসার ক্রিকেট গ্রাউন্ডে খেলা চলছিল। উচ্চপ্রযুক্তির ডিভাইস ব্যবহার করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। মনে হচ্ছে এটি কোনো পরিকল্পিত হামলা। ক্রিকেট মাঠে বিস্ফোরণের ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, হঠাৎ করে হওয়া বিস্ফোরণে আতঙ্কিত হয়ে মানুষ দিকবিদিক ছোটাছুটি করছেন। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকার অনেকাংশ। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত শনিবার পাঞ্জাবের লাঘরি জেলার লোয়ি মামুন্দ এলাকায় কোয়াডকপ্টার দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। যেখানে এক পুলিশ...