ঋতু পরিবর্তনের এই সময়ে দেশের বিভিন্ন স্থানে সর্দি, জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো ভাইরাল রোগ বাড়ছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যহারে। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, ধুলাবালি ও ভাইরাস সংক্রমণই এই সময়ে রোগ বৃদ্ধির মূল কারণ। তারা সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত দুই সপ্তাহে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০-৪০ শতাংশ বেড়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। শিশু রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীরা হালকা জ্বর, মাথাব্যথা, গলা ব্যথা এবং কাশির অভিযোগ নিয়ে চিকিৎসকের কাছে আসছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. তানজিলা রহমান বলেন, ‘এখন মৌসুম পরিবর্তনের সময়। হঠাৎ গরম-ঠান্ডার তারতম্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে...