পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যাকবলিতদের উদ্ধার করে নিয়ে আসতে থাকা একটি নৌকা চেনাব নদীতে উল্টে যাওয়ার পর ডুবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার প্রদেশটির মুলতান জেলার জালালপুর পীরওয়ালা এলাকায় ঘটনাটি ঘটেছে। পাকিস্তানি গণমাধ্যম ডন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর মুলতানের ডিসি ওয়াসিম হামিদ সিন্ধু এক বিবৃতিতে বলেছেন, “নৌ দুর্ঘটনার কারণ সতর্কভাবে খতিয়ে দেখা হচ্ছে। নৌকায় থাকা শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।” প্রাদেশিক দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের (পিডিএমএ) বিবৃতিতেও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষকে তল্লাশি অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে ডিসি সিন্ধু বলেছেন, “নৌকায় থাকা অন্যদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।” মুলতান নগর পুলিশের প্রধান সিপিও সাদিক আলি ডোগার জানিয়েছেন, পুলিশ উদ্ধারকারী দলগুলোকে সার্বিক সহযোগিতা করছে। বন্যার মধ্যে সবকিছু পানিতে তলিয়ে থাকা ও রাতের অন্ধকার এই...