যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, আইনজীবী প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের একাধিক অভিযোগ উঠেছে। যিনি একসময় ‘ডিপ স্টেট’-এর মাধ্যমে নিপীড়নের অভিযোগ তুলেছিলেন, তিনিই এখন সেই রাষ্ট্রীয় শক্তিকে ব্যক্তিগত প্রতিশোধের হাতিয়ার বানাচ্ছেন বলে সমালোচনা চলছে। ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই নতুন আইনের সুযোগ নিয়ে ওয়াশিংটনে ফেডারেল এজেন্ট ও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। তিনি হুমকি দিয়েছেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত অন্যান্য শহরেও একই পদক্ষেপ নিতে পারেন। এমনকি প্রমাণ ছাড়াই একজন ফেডারেল রিজার্ভ গভর্নরকে বরখাস্তও করেছেন। বিশ্ববিদ্যালয় ও মিডিয়া প্রতিষ্ঠানকে লক্ষ্য করে পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বন্ধ করেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর চাপ বাড়িয়েছেন এবং প্রশাসনিক পরিবর্তন আনতে বাধ্য করেছেন। নিউইয়র্ক সিটির মেয়রের বিরুদ্ধে দুর্নীতির...