ভারতের বিহারে চিকিৎসাশাস্ত্রে ঘটেছে এক বিরল ঘটনা। চোখের নিচ থেকে দাঁত গজিয়ে অপারেশনের মাধ্যমে সেটি সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। এমন ঘটনার নজির চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত বিরল। রাজধানী পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (আইজিআইএমএস) ভর্তি হন সিওয়ান জেলার ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। কয়েক মাস ধরে মুখমণ্ডলে ফোলা এবং ঝাপসা দেখার সমস্যায় ভুগছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা বিস্মিত হয়ে দেখেন—চোখের নিচের হাড়ের ভেতরে একটি দাঁত গজিয়েছে, যার শিকড় ঢুকে গেছে চোখের কোটরের ভেতরে। এই অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় “টুথ ইন দ্য আই”। রোগীকে ভর্তি করা হয় ডেন্টাল বিভাগের ওরাল মেডিসিন ও রেডিওলজির প্রধান ডা. নিম্মি সিংহের তত্ত্বাবধানে। তিনি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সার্জারি টিম গঠন করেন। উন্নত সিবিসিটি স্ক্যানের মাধ্যমে দাঁতের অবস্থান নির্ণয়ের পর ঘণ্টার পর ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচার চালানো হয়।...