হঠাৎ করে দেখলেন শরীরটা ফুলে ঢোল হয়ে গেছে—হাত, পা বা পেট যেন ভারী হয়ে আছে? অনেকে একে বলেন “পানি এসেছে”। আসলে শরীরে পানি জমলেই এমন ফোলাভাব হয়। এটা একটা সাধারণ সমস্যা মনে হলেও, অনেক সময় এর পেছনে থাকতে পারে বড় কোনো শারীরিক সমস্যা।আরও পড়ুন :ঘরের মুড বদলাতে পর্দা বদলানআরও পড়ুন :নিজেকে আলিঙ্গন করলে কমবে উদ্বেগএই কারণে বিষয়টিকে অবহেলা করা একদমই ঠিক না। চলুন জেনে নিই—কেন শরীরে পানি জমে, এবং কবে এটা চিন্তার কারণ হতে পারে।অতিরিক্ত চিন্তা বন্ধ হবে ৬ কৌশলে১. হৃদযন্ত্রে সমস্যা হলেহার্ট ঠিকমতো কাজ না করলে শরীরে রক্ত চলাচলে সমস্যা হয়। তখন শরীরে পানি জমতে শুরু করে—বিশেষ করে পা, পেট বা ফুসফুসে।লক্ষণবুক ধড়ফড় করাশ্বাসকষ্টবুকে ব্যথাক্লান্তিউচ্চ রক্তচাপ২. লিভারের সমস্যায় (যেমন সিরোসিস)লিভার সিরোসিস হলে প্রথমে পেটে পানি জমে, পরে তা পা...