অভিনেত্রীদের জোরপূর্বক দেহব্যবসা, গ্রেপ্তার বাংলা সিনেমার অভিনেত্রী এত বাড়ির মালিক হয়েও মানুষের কটাক্ষ সহ্য করেছেন মিকা। তার ভাষায়, “বাড়ি কতটা ছোট বা বড় তা দেখা হয় না বরং আপনার কতগুলো বাড়ি আছে তা দেখা হয়। অনেকেই আমাকে ভালোবাসেন, কিন্তু কেউ কেউ আমার নিন্দাও করেন। তারা বলেন, ‘ও পাগল, বিয়ে করেনি। এ সব কে দেখাশোনা করবে?” মিকা তার দাদুর একটি বক্তব্য উল্লেখ করে বলেন, “আমরা কৃষকের সন্তান। আমরা জানি না টাকা দিয় কী করব, কোথায় খরচ করব। আমরা শুধু একটা জিনিস জানি যে, জমি কিনে রাখা উচিত। দাদু সব সময় বলতেন, ‘জমি কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না।” অর্থ সঞ্চয়ের আহ্বান জানিয়ে মিকা সিং বলেন, “আমি একাই ধনী নই। ইন্ডাস্ট্রিতে অনেক গায়ক আছেন, যাদের প্রচুর অর্থ রয়েছে। সেই দরিদ্র ছেলেরা কেবল...