জুলাই গণঅভ্যুত্থানের পর পাঁচটি ছাত্রী হলে আবাসন সংকট নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামার আবেদনের প্রেক্ষিতে আপৎকালীন আর্থিক সহায়তা পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধ সহস্রাধিক ছাত্রী। ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে পাঁচটি ছাত্রী হলের ৫৮৩ জন শিক্ষার্থীর জন্য আপৎকালীন আর্থিক সহায়তা শুরু হয়। এই কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে তিন হাজার টাকা করে সরাসরি তাদের একাউন্টে পাচ্ছেন। অসচ্ছল ছাত্রীদের আপৎকালীন আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে গত জানুয়ারি মাসে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অসচ্ছল ছাত্রীদের বিশেষ আপৎকালীন আর্থিক সহায়তা কার্যক্রম চালু হয়। কমিটির অন্য সদস্যরা ছিলেন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ -আল -মামুন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব...