এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, তার নিয়মিত ছাত্রত্ব নাই এ বিষয়টি আমরা জানতাম না। গত ৪ সেপ্টেম্বর সিন্ডিকেট মিটিং এর পর আমরা বিষয়টি জানতে পারি। জাকসু গঠনতন্ত্র ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের একটি সূত্র জানায়, প্রত্নতত্ত্ব বিভাগে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন ২০২১ সনের ৪র্থ পর্ব স্নাতক সম্মান নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করে দুটি কোর্সে অকৃতকার্য হয়। পরীক্ষা গত ২০২৩ সালের জুলাই মাসে শুরু হয়ে আগস্ট মাসে শেষ হয়। পরে পরবর্তী ব্যাচের সঙ্গে (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) মানউন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে উভয় কোর্সের পরীক্ষায় অকৃতকার্য হন। উক্ত পরীক্ষা গত বছরের মে মাসে শুরু হয়ে জুন মাসে শেষ হয়েছে। এরপর...