০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ এএম পোল্যান্ডের কিয়েলস শহরে অনুষ্ঠিত এমএসপিও প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলো কঠোর সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি, সামরিক কর্মকর্তা এবং প্রতিনিধি দল অংশগ্রহণকারী এই প্রদর্শনী ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্প সমাবেশ হিসেবে পরিচিত। ইসরায়েলের প্রতিনিধি দলের মধ্যে ছিল এলবিট সিস্টেমস, রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস, ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ, বার্ড এয়ারোসিস্টেমস, ডি-ফেন্ড সলিউশনস এবং স্মার্ট শুটার। চলতি সেপ্টেম্বরের ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনী চলাকালে একজন পোলিশ সাংবাদিক গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি কোম্পানিগুলোর ভূমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এলবিট সিস্টেমস এবং রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের কয়েকজন প্রতিনিধিসহ মোট ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এদের মধ্যে দুজন ইতিমধ্যেই পোল্যান্ড ছেড়ে চলে গিয়েছিলেন। একই সময়ে,...