০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটির বাসিন্দাদের নিরাপদ দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সময়ে তারা শহরের একটি উঁচু বহুতল ভবনে বিমান হামলা চালিয়েছে। এই পরিস্থিতি আবারও লাখ লাখ ফিলিস্তিনির জন্য বিপদ সংকেত জাগাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনী গাজা সিটির উপকণ্ঠে অভিযান চালাচ্ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শহরটি দখলের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “গাজা শহর হামাসের একটি শক্ত ঘাঁটি এবং এটি দখল করা হামাসকে পরাজিত করার জন্য অত্যাবশ্যক।” শহর দখলের এই নতুন অভিযানের ফলে গাজার প্রায় অর্ধেক জনসংখ্যা, প্রায় ১০ লাখ মানুষ, আবারও বাস্তুচ্যুত হতে পারে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচাই আদরিয়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণের...