০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর চীনে উন্নত প্রযুক্তি রপ্তানির অনুমোদন বাতিল করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় চিপ প্রস্তুতকারী সংস্থাগুলোর ওপর মার্কিন নিয়ন্ত্রণের অংশ। এর ফলে প্রতিষ্ঠানটির চীনে উৎপাদন কার্যক্রমে কিছু বিঘ্ন ঘটতে পারে, যদিও মূলত সেখানে পুরোনো প্রজন্মের চিপ উৎপাদন করা হয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়, যাতে চীনে টিএসএমসি অবাধে উন্নত প্রযুক্তি পাঠাতে না পারে। একই ধরনের পদক্ষেপ দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং এসকে হাইনিক্সের ক্ষেত্রেও নেওয়া হয়েছে। মার্কিন সরকার এই পদক্ষেপের কারণ হিসেবে বলেছেন, রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁক বন্ধ করা এবং মার্কিন কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক অসুবিধা থেকে রক্ষা করা। টিএসএমসি জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করবে। তারা একইসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ যে...