বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে ও পেশাগত দক্ষতাভিত্তিক ব্যক্তিদের টানতে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে ওমান। ২০৪০ সালের ভিশনকে সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর গালফ নিউজসম্প্রতি সালালাতে ‘টেকসই ব্যবসায়ী পরিবেশ’ ফোরামে গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, গোল্ডেন ভিসার মাধ্যমে বেসরকারি খাতকে আরও শক্তিশালী করা, চাকরির বাজার সম্প্রসারণ করাসহ দক্ষতা বিনিময়ের পরিবেশ তৈরি হবে।এই স্ক্রিমের অধীনে বিনিয়োগকারীরা ৫ লাখ ২০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ত্রী, সন্তান এবং নিকটাত্মীয়দের জন্য নবায়নযোগ্য এক দশক মেয়াদি ভিসা পাবেন। এক্ষেত্রে সংখ্যা এবং বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।গোল্ডেন ভিসাধারীদের জন্য দুই ধরনের সুবিধা প্রদান করছে ওমান। যার মধ্যে রয়েছে টায়ার ওয়ান ভিসা। যার মেয়াদ ১০ বছর। এই ভিসা পেতে ন্যূনতম ৫ লাখ ওমানি রিয়াল কোনো...