ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার সামরিক বাহিনী যত অস্ত্র ব্যবহার করছে তার প্রায় ৬০ শতাংশ নিজ দেশেই বানানো। নিজেদের অস্ত্র উৎপাদন নিয়ে দুই মাস আগে তিনি একটা লক্ষ্য ঠিক করে দিয়েছিলেন, এরই মধ্যে উৎপাদন ওই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে শনিবার তিনি জানিয়েছেন। “যুদ্ধের মধ্যে, ইউক্রেইন এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে আমাদের কাছে থাকা অস্ত্র, আমাদের সেনাদের হাতে থাকা অস্ত্রের প্রায় ৬০ শতাংশই ইউক্রেইনের বানানো। “এগুলো খুবই শক্তিশালী অস্ত্র, যেগুলোতে অনেক অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে,” রাতের ভিডিও ভাষণে ইউক্রেইনের প্রেসিডেন্ট এসব বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জেলেনস্কি ও অন্য কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই ইউক্রেইনের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেশেই অস্ত্র বানানোতে জোর দিচ্ছিলেন। ভাষণে তিনি ডেনমার্কে অস্ত্র বানানোর একটি যৌথ প্রকল্পের কথাও উল্লেখ করেন। মন্ত্রিসভায় বড় রদবদল আনার পর...