বয়স পেরিয়ে গেছে ৩৮। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বেশ আগেই। আইপিএলে তার পরিচয় এখন ব্যাটিং কোচ। এই পড়ন্ত বেলায় এসেও যেন কাইরন পোলার্ডের ব্যাটে মধ্যগগণের তেজ। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিধ্বংসী ব্যাটিংয়ের ধারাবাহিকতায় অভিজ্ঞ ক্রিকেটার উপহার দিলেন আরও একটি ঝড়ো ফিফটি, যেখানে তিনি ছাড়িয়ে গেলেন নিজেকেই। বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১৮ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন পোলার্ড। ৫টি করে ছক্কা ও চারের ইনিংসেটিতে পঞ্চাশে পা রাখেন তিনি ১৭ বলে। সিপিএলে ১৩ মৌসুমে পোলার্ডের দ্রুততম ফিফটি এটিই। আগেরটি ছিল এই দলের হয়েই গত বছর সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ১৯ বলে। সিপিএলের চেয়ে কম বলে ফিফটি অবশ্য তার আছে আরও। ২০১২ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর হয়ে ১৪ বলে ফিফটি করেছিলেন তিনি ক্যারিবিয়ান...