আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়, বাসিন্দাদের মাত্র আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে ঘর ছাড়তে বলা হচ্ছে, যা পালিয়ে যাওয়ার জন্য মোটেও যথেষ্ট সময় নয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। ইসরাইলি সেনারা দাবি করেছে, এসব ভবন হামাস গোয়েন্দা তৎপরতার জন্য ব্যবহার করছিল এবং এলাকাজুড়ে বিস্ফোরক ও সুড়ঙ্গ বানানো হয়েছিল। তবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এসব অভিযোগকে ‘ভুয়া প্রচারণা’ আখ্যা দিয়ে বলেছে, এগুলো আসলে বেসামরিক অবকাঠামো ধ্বংস ও মানুষকে জোর করে বাস্তুচ্যুত করার কৌশল। তাদের হিসাবে, গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরাইল। এর আগে, গত শুক্রবার ১২ তলা মুশতাহা টাওয়ার ধ্বংস করে ইসরাইলি বাহিনী। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই গাজা সিটি দখলের লক্ষ্যে একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে। গাজা সিটি থেকে আতঙ্কগ্রস্ত মানুষরা পালানোর চেষ্টা করলেও সবচেয়ে বেশি...