রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, বৈঠকের জন্য এমন অবাস্তব জায়গা বেছে নেওয়া আসলে রাশিয়ার আন্তরিকতার অভাবকেই প্রমাণ করছে। মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি এই সন্ত্রাসের রাজধানীতে যেতে পারি না। প্রতিদিন মস্কো থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণ চালানো হচ্ছে। ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি স্পষ্ট করে জানিয়েছেন পুতিন চাইলে কিয়েভে আসতে পারেন। রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে সরাসরি আলোচনায় বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল এ ধরনের দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনা। পরে ট্রাম্প বলেন, জেলেনস্কি ওয়াশিংটন সফর ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হবে। তবে মস্কো নতুন নতুন শর্ত দিচ্ছে...