বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কিছু নাম আছে যাদের উচ্চারণেই ভক্তদের চোখে ভেসে ওঠে গর্ব, আনন্দ আর আবেগ। সেই তালিকার অন্যতম উজ্জ্বল নক্ষত্র মুস্তাফিজুর রহমান। ভক্তদের কাছে তিনি পরিচিত ‘দ্য ফিজ’ নামে, আবার কেউ কেউ ডাকেন ‘কাটার মাস্টার’ হিসেবে। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার ছোট্ট গ্রাম তেঁতুলিয়ায় জন্ম নেওয়া এই বাঁহাতি পেসার আজ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে পরিচিত করেছে নতুন এক উচ্চতায়। ছবি: মুস্তাফিজের ফেসবুক থেকে মুস্তাফিজুর রহমানের শৈশব ছিল সাদামাটা। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও ক্রিকেট ছিল তার প্রাণের খোরাক। ছোটবেলায় ভাইদের সঙ্গে ধানক্ষেতে কিংবা গ্রামের পাড়ায় বল হাতে দাঁড়িয়ে থাকা থেকেই ক্রিকেটের সঙ্গে তার সখ্য। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার স্বপ্ন যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখনো হয়তো তিনি জানতেন না যে একদিন তার কাটারে দিশেহারা হবে বিশ্বের তাবড়...