রাজনীতির কন্ঠক পথ বেয়ে দীর্ঘ ৩১ বছর যাবৎ জেল-জুলুম, হুলিয়া, নানাবিধি নির্যাতন সহ্য করে ছাত্র রাজনীতি শেষে এখন বিএনপির রাজনীতিতে তিনি স্বত্রিয় আছে। একেবারে তৃণমূলের সাধারণ পরিবার থেকে উঠে আসা আপনাদেরই সন্তান। সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, বেদনা এবং স্বপ্ন পূরণের আগ্রহ ও চেষ্টা দেখে দেখে তিনি বড় হয়েছে। তিনি সাধারণ মানুষের মৌলিক প্রত্যাশা পূরণের লক্ষ্যে দীর্ঘ সময় ধরে রাজনীতি করে যাচ্ছে। স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, জনগণ যদি কোনো রাজনৈতিক দল হয় আমি সেই রাজনৈতিক দলের কর্মী"। তিনি শহিদ জিয়ার রাজনৈতিক আদর্শের একজন কর্মী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং আপনাদের কর্মী হিসেবে। বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম মহিলা সরকার প্রধান, তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আপোষহীন মজলুম দেশনেত্রী...