একজন যুগের চেতনার প্রতীক, প্রাণবন্ত চিন্তক—বদরুদ্দীন উমর। পাকিস্তান সরকারের স্বৈরতান্ত্রিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি ১৯৬৮ সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে মনোনিবেশ করেন।সেই দিন থেকে তার তাত্ত্বিক ও রাজনৈতিক চিন্তাভাবনা বাংলাদেশের বাম রাজনীতি ও সমাজচিন্তার ধারাকে সমৃদ্ধ করেছে। ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্ম নেন বদরুদ্দীন উমর। তার পরিবার ছিল জ্ঞান, সংস্কৃতি ও রাজনৈতিক সক্রিয়তার সঙ্গে সুগঠিত। পিতা আবুল হাশিম ছিলেন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিক। সাম্যবাদী চিন্তাধারার অধিকারী ছিলেন তিনি এবং পাকিস্তান গঠনের বিরোধীও। তবুও ১৯৫০ সালে পূর্ব পাকিস্তানে আসেন এবং ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। উমর উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকায় এসে দর্শনে স্নাতকোত্তর করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এই শিক্ষাজীবন তাকে তাত্ত্বিক গভীরতা এবং রাজনৈতিক সচেতনতা অর্জনে সাহায্য করে।...