০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম স্যোশাল মিডিয়ায় ব্যাক্তিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে বেশ সরব দেখা যায় অভিনেত্রী শবনম ফারিয়াকে। আলোচনা-সমালোচনা করতে দ্বিধা করেন না বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও। তবে সরকারকে যে নতুন করে সমালোচনা করেন ব্যাপারটা এমনও নয়। পতিত স্বৈরাচার সরকারের আমলেও ফারিয়াকে দেখা গেছে একই অবতারে। ফলে এ নিয়ে তাকে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। কেউ কেউ ফারিয়াকে নির্দিষ্ট সরকার কিংবা রাজনৈতিক দলের সমর্থক, কর্মী ও অনুরাগী হিসেবেও চিহ্নিত করার চেষ্টা করছেন। অবশেষে গত শনিবার (৬ সেপ্টেম্বর) তার রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়ে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। পোস্টে ফারিয়া লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার...