নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, “আমি মনে করি, মেয়েরাই এবার ডাকসুতে ব্যবধান গড়ার সবচেয়ে বড় ফ্যাক্টর।” শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচার কার্যক্রমের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উমামা ফাতেমা বলেন, “ডাকসু নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ছাত্রীদের ভোট। মেয়েরা সহজে অন্যদের দ্বারা প্রভাবিত হন না, তাদের নিজস্ব যুক্তিসংগত চিন্তা থাকে।” তিনি আরও জানান, “স্বাধীনচেতা হওয়ায় ছাত্রীরা ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই এবারের ভোটে ৪৭ শতাংশ ছাত্রী ভোটার আসবে, সেটি নির্ধারণ করবে ডাকসুর ভবিষ্যত গতি।” উমামা উল্লেখ করেন, “মেয়েদের ভোটকেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। অনেকেই বাসায় চলে গেছেন, অনেকের পরীক্ষার প্রস্তুতি চলছে, আবার অনেকেই ডাকসুকে শুধু রাজনৈতিক...