নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনৈতিক খাতে বেশ কিছু সংকট চললেও ব্যাংকিং খাতে নতুন একটি মডেল হিসেবে উপশাখা ব্যাংকিং সেবা অনেক ভালো ফল দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের মূল ব্যাংকিং খাতে আমানতের বৃদ্ধি ছিল মাত্র ৩.৮ শতাংশ, যেখানে উপশাখার মাধ্যমে সংগৃহীত আমানত বৃদ্ধি পেয়েছে ১২.৩ শতাংশ। ঋণ বিতরণেও সামগ্রিক ব্যাংকিংয়ের তুলনায় উপশাখাগুলোর প্রবৃদ্ধি ছিল সাত গুণ বেশি। ২০১৯ সালে দেশের ব্যাংকগুলোকে প্রান্তিক অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্দেশ্যে উপশাখা চালুর অনুমতি দেওয়া হয়। এর ফলে, দেশের ৬২টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৪৮টি ব্যাংক এখন প্রায় ৪৮০০টি উপশাখা পরিচালনা করছে, যার প্রায় অর্ধেকই গ্রামীণ ও পল্লী এলাকায় অবস্থিত। এই উপশাখাগুলো সীমিত জনবল নিয়ে কম খরচে পরিচালিত হয়, যার মাধ্যমে শহর থেকে দূরের দরিদ্র ও অনগ্রসর জনগণও...