আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস আসন্ন ব্যালন ডি’অরের আগে নিজের অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। লাউতারো দাবি করেছেন, তিনি বর্তমান সময়ে বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের মধ্যে একজন। ‘লোকিপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে লাউতারো তার শৈশবের দারিদ্র্য থেকে শুরু করে ইন্টার মিলান ও আর্জেন্টিনার হয়ে তার অর্জন, ব্যক্তিগত স্বপ্ন ও সমালোচকদের দৃষ্টিভঙ্গি—সবকিছু নিয়েই খোলাখুলি কথা বলেন। বাহিয়া ব্লাঙ্কায় বেড়ে ওঠা ইন্টার মিলানের অধিনায়ক এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লাউতারো জানান, ছোটবেলায় তার পরিবার অর্থকষ্টে পড়েছিল, ‘আমরা মাঝেমধ্যে বাড়ি ভাড়া কিংবা খাবার- যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হতাম। বাবা-মা আমাদের খাওয়ানোর জন্য অনেক সময় নিজেরা না খেয়ে থেকেছেন। আজ আমি সবকিছুর মূল্য দেই। ওই কষ্টের সময়টাই আমাকে শক্ত করেছে, যা আজ মাঠে প্রতিটি ম্যাচে পুরোটা উজাড় করে দিতে শেখায়।’ রেসিং ক্লাব থেকে ইউরোপে পাড়ি...