এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। ২০১২ সালে প্রথম ফাইনালে হেরেছিল খুব কাছে গিয়ে, ২০১৬ আর ২০১৮ সালে আরও দু’বার ফাইনালে হেরেছে বাংলাদেশ। তবে এবার সে আক্ষেপটা ঘোচাতে চায় লিটন দাসের দল। সে লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে দলের প্রথম বহর। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জাকের আলী জানান দলের লক্ষ্য। তিনি জানান দল যাচ্ছে শিরোপা জিততেই। তবে কীভাবে সে ছকটা কষেছে দল, সেটাও জানিয়েছেন তিনি। জাকের বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটা ম্যাচে ধাপে ধাপে ভালো করার চেষ্টা থাকবে। ভালো প্রস্তুতি হয়েছে। সব মিলিয়ে যদি বলেন, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ধাপে ধাপে ভালো খেলে ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি।’ এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে খেলার ইতিহাস থাকলেও কোভিড পরবর্তী টুর্নামেন্টগুলোয় খুব ভালো করতে পারেনি। ২০২২...