ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশের পর গাজা শহরের বহুতল ভবনগুলোতে বোমাবর্ষণ করে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। রোববার ৭ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২৩ মাস ধরে চলা হামলায় গাজায় নিহত হয়েছেন ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারের বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী আরও একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে। এছাড়াও সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য এক বা আধা ঘণ্টা সময় দেওয়া হচ্ছে যা যথেষ্ট নয়। এতে গাজার জনসাধারণের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, প্রমাণ ছাড়াই যে ভবনগুলোতে হামলা...