০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান প্রশ্ন তুলেছেন কেনো সরকার জাতীয় পার্টির অফিসে হামলা ঠেকাচ্ছে না। তিনি প্রশ্ন রাখেন জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে মাঠে অনেকেই থাকলেও সামনে আছে নুরুল হক নুরের দল। প্রশ্ন হচ্ছে তার দল কি কাউকে দিয়ে ব্যবহৃত হচ্ছে? তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, এর পেছনে মূল কারিগর হয়ত জামায়াত। তবে জামায়াত সামনে না এসে নুরের দলকে ঠেলে দিয়েছে। তার ধারণ জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে জামায়ার তার গুরুত্ব হারাতে পারে। জাতীয় পার্টি তৃতীয় শক্তি হিসেবে রাজনীতিতে আর্ভিভূত হবে। তিনি অভিযোগ করেছেন, সম্প্রতি দলীয় কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটলেও সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। রাজধানীসহ বিভিন্ন স্থানে...