বিশ্বকাপ বাছাইয়ে ৩৮ গোল নিয়ে লিওনেল মেসিকে দুই গোল পেছনে ফেলার পাশাপাশি শীর্ষে থাকা গুয়াতেমালার সাবেক স্টাইকার কার্লোস রুইসের সঙ্গে ব্যবধান এক গোলে কমিয়ে আনলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার ২২২ ম্যাচে গোল হলো ১৪০টি। ৫৮ মিনিটে রোনালদোকে তুলে নিয়ে গন্সালো রামোসকে নামান...