বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছলেও খেতাব আসেনি ঘরে ৷ উইম্বলডনে বিদায় নিতে হয়েছিল সেমিফাইনালেই ৷ তবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম খালি হাতে ফেরালো না বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে। অল ইংল্যান্ড ক্লাবে যার কাছে হেরে শেষ চার থেকে ছিটকে যেতে হয়েছিল, সেই অ্যামান্ডা আনিসিমোভার বিরুদ্ধে বদলা নিয়ে চতুর্থ মেজর ঘরে তুললেন বেলারুশ-কন্যা ৷ ফ্লাশিং মেডোর ফাইনালে রোববার সরাসরি সেটে 'ঘরের মেয়ে'কে উড়িয়ে দিলেন সাবালেঙ্কা৷ টানা দ্বিতীয়বার জিতলেন ইউএস ওপেনের শিরোপা। এক ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ে আনিসিমোভাকে বিশ্বের এক নম্বর হারালেন ৬-৩, ৭-৬ (৩) সেটে ৷ উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্র ওপেনের নারী সিঙ্গলসে খেতাব ধরে রাখলেন কোনও প্রতিযোগী ৷ ২০১২-১৪ সালে সেরেনা উইলিয়ামসের পর বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেতাব ধরে রাখার নজির গড়লেন সাবালেঙ্কা৷ গত বছর...