পাকিস্তানে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে রাভি, সুলতাজ ও চেনাব নদীর পানি। এতে প্লাবিত হয়েছে ৪ হাজারের বেশি গ্রাম। জিও নিউজ এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ। চেনাভ নদীর পানি বেড়ে মুলতান ও মাজাফ্ফরগড়ে বন্যা দেখা দিয়েছে। শনিবার মুলতান জেলায় জরুরি উদ্ধারকাজের সময় নৌকা ডুবে প্রাণ গেছে ৫ জনের। এনিয়ে ২৬ জুন থেকে বন্যায় প্রাণহানির সংখ্যা ৯শ’র কাছাকাছি। বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য...