মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেছেন, যার মাধ্যমে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শিল্পজাত পণ্য রপ্তানি—যেমন নিকেল, সোনা ও অন্যান্য ধাতব পদার্থ, ওষুধ তৈরির রাসায়নিক উপাদান—এবং অন্যান্য রফতানি নিয়ে সমঝোতায় আসবে, তাদের জন্য এই ছাড় কার্যকর হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে প্রথম সাত মাসে শুল্ক অনেকটা বাড়িয়ে দিয়েছেন। তার উদ্দেশ্য ছিল বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় পরিবর্তন আনা, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং বাণিজ্যিক অংশীদার দেশগুলোর কাছ থেকে আরও বেশি সুবিধা আদায় করা। সর্বশেষ যে নির্বাহী আদেশটি শুক্রবার জারি করা হয়েছে, সেখানে ৪৫টিরও বেশি পণ্যের তালিকা দেওয়া হয়েছে যেগুলোর ওপর আর আমদানি শুল্ক থাকবে না—তবে শর্ত হচ্ছে, এসব পণ্য যদি "সমন্বিত বাণিজ্য অংশীদার" দেশ থেকে আসে, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য...