সৌদি আরবে আবাসিক, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গ করায় ২০ হাজার ৮৮২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজ জানায়, গত এক সপ্তাহে এই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৯৭৫ জন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে ৪ হাজার ১৮৫ এবং শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা...