বিক্ষোভকারীদের হাতে থাকা পোস্টার ও স্লোগানে উঠে আসে, ট্রাম্পকে বিদায় করতে হবে, ডিসিকে মুক্ত করো, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো ইত্যাদি বার্তা। এই কর্মসূচির নাম দেওয়া হয় উই আর অল ডিসি। সেখানে অভিবাসী এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র সমর্থকেরাও অংশ নেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড নামানোর বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাজধানীর রাস্তায় টহলরত সেনা প্রত্যাহারের দাবি জানায়। বিক্ষোভকারীদের হাতে থাকা পোস্টার ও স্লোগানে উঠে আসে, ট্রাম্পকে বিদায় করতে হবে, ডিসিকে মুক্ত করো, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো ইত্যাদি বার্তা। এই কর্মসূচির নাম দেওয়া হয় উই আর অল ডিসি। সেখানে অভিবাসী এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র সমর্থকেরাও অংশ নেন। একজন অংশগ্রহণকারী অ্যালেক্স লফার বলেন, আমরা ডিসির দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করছি। কর্তৃত্ববাদী শাসন মানি না।...