ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় বাছাইয়ে বাদ পড়া দলগুলোকে কারণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে টিকে থাকা দলগুলোর কেন্দ্রীয় অফিস, জেলা-উপজেলা দপ্তর ও কমিটি, সমর্থক তালিকা যাচাইসহ মাঠ প্রতিবেদন আসতে শুরু করেছে। সব কিছু পর্যালোচনা করে যোগ্যদের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি করে চলতি মাসে নতুন দল নিবন্ধনের কাজ চূড়ান্ত করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। বর্তমানে ইসিতে নিবন্ধন রয়েছে অর্ধশত দলের। নির্বাচনকে সামনে রেখে আগ্রহী এবার ১৪৩টি দল আবেদন করে। বাছাইয়ে ঝরে পড়ে ১২১টি দল। নিবন্ধন শর্ত পূরণ করছে কী না তা যাচাইয়ে বাকি ২২টি দলের গঠনতন্ত্র, দলিলাদি, অফিসের অস্তিত্বসহ সামগ্রিক বিষয়ে সরেজমিন তদন্ত করছে ইসির কেন্দ্রীয় ও মাঠ কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “২২টি দলের বিষয়ে...