০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এএম বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড ‘এ২৩এ’ অবশেষে ভেঙে পড়তে শুরু করেছে। প্রায় ৪০ বছর আগে অ্যান্টার্কটিকা থেকে আলাদা হওয়া এই বিশাল বরফখণ্ডটি বর্তমানে উষ্ণ সমুদ্রজল, প্রবল ঢেউ ও বাতাসের চাপে দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা এটিকে জলবায়ু সংকটের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন। (খবর রয়টার্স) ৪০ বছরের ইতিহাসের অবসান১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া এ২৩এ একসময় গ্রেটার লন্ডনের দ্বিগুণ আকারের ছিল। বরফখণ্ডটির ওজন ছিল প্রায় এক ট্রিলিয়ন টন, আর আয়তন ছিল ১ হাজার ৭৭০ বর্গকিলোমিটার। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ‘কোপার্নিকাস’ স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সাম্প্রতিক কয়েক সপ্তাহেই প্রায় ৪০০ বর্গকিমি বরফ ভেঙে গেছে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী অ্যান্ড্রু মেইজার্স জানিয়েছেন, বরফখণ্ডটি এখন ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে। সমুদ্রজলের উষ্ণতা এতটাই বেড়েছে যে,...