০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে দলটি। সিরিজের সূচি শনিবার প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ম্যাচগুলো হবে ফায়সালাবাদে। এর মাধ্যমে ১৭ বছর পর এই মাঠে হবে আন্তর্জাতিক ম্যাচ! আগামী ১২ অক্টোবর লাহোর টেস্ট দিয়ে শুরু হবে লড়াই। দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে, ২০ অক্টোবর থেকে। এই সিরিজে দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে পথচলা শুরু করবে পাকিস্তান। চার বছর পর নিজ আঙিনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সবশেষ ২০২১ সালে বাবর আজমের নেতৃত্বে দুই টেস্টের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল তারা। আগামী ২৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে...