০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এএম চাঁদাবাজ বিএনপিতে থাকবেনা, চাঁদাবাজ আমরা দলে রাখবোনা। আমরা বলছিনা সরকার বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিক, আমরা চাই বাংলাদেশে সংসদ নির্বাচন হউক, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার ফিরে আসুক। আমরা আশা করছি ড. ইউনুস সরকার দেশে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অভিভাবক সদস্য শামসুল আলম মাসুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বেল্লাল হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দেওটি ইউনিয়নের...