লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন একটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশে সহিংসতার ঘটনায় পুলিশ ৪২৫ জনের বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার পার্লামেন্ট ভবনের বাইরে হওয়া এ সমাবেশের আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানায়, প্রায় দেড় হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন।তারা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিয়েও সেখানে উপস্থিত হন। ডিফেন্ড আওয়ার জুরিস এক্স হ্যান্ডলে এক পোস্টে জানায়, মেট্রোপলিটন পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের আক্রমণ করেছে এবং মাটিতে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, যেসব মানুষ কার্ডবোর্ডে লিখেছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি’—তাদেরও গ্রেপ্তার করেছে। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠিচার্জ করেছে। এক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর ব্যারিয়ারের পেছনে রক্তচাপা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সংস্থাটি আরও জানিয়েছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাগবিতণ্ডা হয়েছে...