ম্যাচ শুরুর আগে হঠাৎই আকাশ ভেঙে নামল বৃষ্টি। আর্থার অ্যাশ স্টেডিয়ামের সঙ্কোচনীয় ছাদ টেনে দেওয়া হলো। বৃষ্টি থামল এক পর্যায়ে। কিন্তু শুরু হলো ঝড়। না, প্রকৃতি আর অশান্ত হয়নি। কোর্টে ঝড় তুললেন আরিনা সাবালেঙ্কা। প্রথম সেট জিতে নিলেন তিনি দুর্দান্ত পারফরম্যান্সে। দ্বিতীয় সেটে অবশ্য লড়াই জমে উঠল। তবে অপ্রতিরোধ্য সাবালেঙ্কাকে থামানো গেল না। এ বছর দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হেরে অবশেষে শিরোপার সুখে মাখামাখি হলেন তিনি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে। তার হাতে বাঘের ট্যাটু আঁকা আছে। নিজেকে তিনি ‘টাইগার’ পরিচয় দিতেই পছন্দ করেন। ফাইনালে সেই মানসিকতা মেলে ধরেই আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৩) গেমে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা ধরে রাখলেন সাবালেঙ্কা। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে সাবালেঙ্কার শততম জয় এটি। বিশ্বের এক নম্বর তারকা মাইলফলকটি রাঙালেন কাঙ্ক্ষিত শিরোপায়। সেরেনা উইলিয়ামসের ১১ বছর...