হামলায় ভবনে থাকা দুটি গাড়িসহ বেশকিছু জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছে। বাসার কেয়ারটেকার রাজু মিয়া বলেন, “রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেইট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়িও ভাঙচুর করে।” এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি। এর আগে শনিবার দুপুরে সখীপুর উপজেলার খান মার্কেটে দলের বর্ধিত সভায় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কাদের সিদ্দিকী। পরে তাকে সখীপুরে নিজ বাসায় নেওয়া হয়।...