ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ক্যারিয়ারের শুরু থেকেই দাপুটে অভিনয়গুণে শোবিজে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। শুরুর দিকে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রে যেমন ভিলেনের ভূমিকায় দেখা গেছে তাকে, তেমনি শাকিব খান অভিনীত অনেক সিনেমায়ও তিনি দাপট দেখিয়েছেন। কাছ থেকে দুইজনকেই দেখেছেন। সেই দিক থেকে তার নিজেস্ব মূল্যায়নও রয়েছে এই দুই চিত্রনায়ককে নিয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিশা সওদাগরকে প্রশ্ন করা হয় ১০০ নম্বরের মধ্যে সালমান শাহ আর শাকিব খানকে আলাদা আলাদা করে কত দিতে চান? মিশা সওদাগর বলেন, ‘‘মারাত্মক প্রশ্ন। দুইজনকে ফিফটি ফিফিটি দেওয়া যায়। তার কারণ হচ্ছে যে, সালমান শাহ যেমন তার সাবলীল বাচনভঙ্গি দিয়ে জনপ্রিয়, তেমনি অ্যাকটিংয়ের খুরধার দিয়ে সাকিব জনপ্রিয়। সেজন্য দুইজনকে একশো নম্বরের মধ্যে ফিফটি ফিফটি দেবো।’’আরো পড়ুন:আজ সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকীশেষ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক...