০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে বৈঠকের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, যত দিন যুদ্ধ চলবে, ততদিন মস্কোতে যেতে পারবেন না। তবে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করার জন্য অন্য কোনো ফরম্যাটে প্রস্তুত রয়েছেন। সাক্ষাৎকারে জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘তিনি (পুতিন) কিয়েভে আসতে পারেন। আমার দেশ যখন প্রতিদিন ক্ষেপণাস্ত্রের হামলার মুখে পড়ে, তখন আমি মস্কো যেতে পারি না। আমি এই সন্ত্রাসীর রাজধানীতে যেতে পারি না।’ তিনি মস্কো না যাওয়ার সিদ্ধান্তকে দেশের নিরাপত্তার প্রয়োজন হিসেবে উল্লেখ করেছেন। মস্কো যেতে অস্বীকৃতি জানালেও জেলেনস্কি পুতিনের সঙ্গে বৈঠক করার জন্য প্রস্তুত। তিনি বলেছেন, যেকোনো ফরম্যাটে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে তিনি রাজি। পরিস্থিতি জটিল হলেও ইউক্রেন-রাশিয়ার আলোচনার জন্য উন্মুক্ত থাকার...