২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারালেও খেলায় গতি ও ধারাবাহিকতার অভাবে সমালোচিত হচ্ছে ইংল্যান্ড। ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে একটি আত্মঘাতী গোল এবং ডেক্লান রাইসের হেডারে জয় নিশ্চিত করলেও থমাস টুখেলের শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন বিশ্লেষকরা। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ও টিভি বিশ্লেষক রয় কিন কঠোর সমালোচনা করে বলেন, ‘ইংল্যান্ড আবারও তাদের পুরোনো অভ্যাসে ফিরে গেছে। সাইডওয়েজ, ব্যাকওয়ার্ড পাস—এভাবেই খেলেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তাদের খেলার গতি ছিল না। খেলা জটিল না করে আরও বেশি ক্রস করতে হবে। ইংল্যান্ড ম্যাচে বল দখলে আধিপত্য দেখালেও (৮৩%) কার্যকরী আক্রমণ তৈরি করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে তারা মাত্র ১১টি শট নিতে সক্ষম হয়। দ্রুত সূচনা করেও অ্যান্ডোরার সুশৃঙ্খল রক্ষণ ভেদ করতে হিমশিম খায় টুখেলের দল। ম্যাচ শেষে টুখেল বলেন, ‘আমি দল নিয়ে খুবই...