ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয়েছে শেষ দিনের প্রচারণা।আরো পড়ুন:দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ: ইসিস্বর্ণজয়ী ক্রীড়াবিদ আরমান লড়বেন শিবির সমর্থিত প্যানেল থেকে স্বর্ণজয়ী ক্রীড়াবিদ আরমান লড়বেন শিবির সমর্থিত প্যানেল থেকে এর আগে গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ছাত্রী হলগুলোতে সংশ্লিষ্ট হলের অনাবাসিক এবং অন্যান্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা ২৬ আগস্ট ২০২৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে মোট বুথ থাকছে ৮১০টি। এসব বুথে সব ভোটার উপস্থিত হলেও এবং...