নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। গতকাল (৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের কলেজে গিয়ে ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে পারবে। ভর্তি নিশ্চিত করতে হবে ভর্তির ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) থেকে পিডিএফ ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে। সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভর্তির ফি নির্ভর করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত কি না এবং প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত তার ওপর। ভর্তির পর শিক্ষার্থীকে অন্য...