পরিবারের সদস্য ও নাতি-নাতনিরা সম্প্রতি লক্ষ্য করেন, নৃপেন্দ্র বর্মণের মাড়ি থেকে তিনটি নতুন সাদা দাঁত বের হয়েছে। যদিও তিনি বয়সের ভারে অধিকাংশ দাঁত হারিয়ে ফেলেছেন, তবুও এই নতুন দাঁতের আবির্ভাব যেন একটি অলৌকিক ঘটনা হয়ে দাঁড়ায় পরিবারের কাছে। এ ঘটনার পর পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন, দাদুর এই "নবদন্ত" উদযাপন করতে হবে উৎসবমুখর পরিবেশে। ঠিক হয়, আয়োজন করা হবে ‘অন্নপ্রাশন’ অনুষ্ঠান, যা সাধারণত শিশুর প্রথমবার ভাত খাওয়ার উৎসব হিসেবে পালিত হয়। শুক্রবার অনুষ্ঠিত হয় সেই ব্যতিক্রমী অন্নপ্রাশন। নিমন্ত্রণে শুধু গ্রামবাসীরাই নয়, উপস্থিত ছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু ভুটিয়া এবং সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারাও। সবাই মিলে দাদু নৃপেন্দ্র বর্মণের দীর্ঘায়ু কামনা করেন। গ্রামের প্রবীণতম ব্যক্তি হিসেবে পরিচিত নৃপেন্দ্র বর্মণের বয়স ভোটার কার্ড অনুযায়ী ১০২ বছর, যদিও তিনি নিজে দাবি করেন তার বয়স ১১৩...